বিএম শোয়েবের সমর্থনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভা
প্রকাশ : 2024-04-14 09:57:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন লৌহজং উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সমর্থনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে সভা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কনকসার গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাসিনুল আলম শহীদ, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কনকসার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। পলাশ কুমার দের সঞ্চালনায় বিএম শোয়েব বক্তব্যে বলেন, আমাকে আপনাদের পাশে রাখতে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করুন।