বিএম শোয়েবের সমর্থনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভা  

প্রকাশ : 2024-04-14 09:57:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বিএম শোয়েবের সমর্থনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভা    

আসন্ন লৌহজং উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সমর্থনে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে সভা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কনকসার গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়। ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েব, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি হাসিনুল আলম শহীদ, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কনকসার ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। পলাশ কুমার দের সঞ্চালনায় বিএম শোয়েব বক্তব্যে বলেন, আমাকে আপনাদের পাশে রাখতে সমর্থন ও ভোট দিয়ে বিজয়ী করুন।