বিএনপির হাতে এদেশ নিরাপদ নয়, ক্ষমতায় গেলে গিলে খাবে
প্রকাশ : 2022-10-29 18:57:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় গেলে দেশকে গিলে খাবে বলে মন্তব্য করে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এদেশের অর্থনীতি গিলে খেয়েছে। মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের স্বাধীনতা গিলে খেয়েছে। তাদের হাতে ক্ষমতা গেলে দেশকে গিলে খাবে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়।’
শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘রংপুর বিএনপির জনসভাস্থলে নেতাকর্মীরা রাত থেকেই সেখানে শুয়ে আছে। আর টাকার বস্তার ওপরে শান্তিতে শুয়ে থাকেন মির্জা ফখরুল ইসলাম। টাকা পেলেই বিএনপি খুশি। তাদের শুধু দরকার টাকা আর টাকা।’
‘বিএনপি হলো সাম্প্রদায়িক অপশক্তি। জঙ্গিবাদ, সন্ত্রাসী, রাজাকারের পৃষ্ঠপোষক। তাদের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে। এ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বিএনপি আমলে মাত্র ৪ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পরে ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ হয়েছে। এখনো ৩৬ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। তারপরও বিএনপি রিজার্ভ নিয়ে মিথ্যা কথা বলে।’
বিএনপির বিরুদ্ধে ‘খেলা হবে’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে, খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনরে বিরুদ্ধে খেলা হবে। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। যারা ১ কোটি ভূয়া ভোটার তালিকা করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে।’
তত্বাবধানয়ক সরকার উচ্চ আদালত জাদুঘরে পাঠিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যতই তত্বাবধায়ক সরকারের কথা বলেন লাভ হবে না। তত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। নির্বাচনে আসবেন না? আসবেন। গাধা পানি ঘোলা করে খায়।’
শেখ হাসিনাকে গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে সাহসী নেত্রী শেখ হাসিনা। তিনি ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে সৃষ্টির জায়গান গান। বাংলাদেশে একমাত্র তাকেই দরকার।’
সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে পনিরুজ্জামান তরুণের নাম ঘোষণা করেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সন্মেলন উদ্ধোধন করেন। সম্মেলনের বিশেষ বক্তা ছিলেন ঢাকা-১ আসনে সংসদ সদস্য সালমান ফজলুর রহমান।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম; বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সম্মেলনে সভাপতিত্ব করেন বেনজীর আহমদ। আর সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।