বিএনপির সমাবেশ আজ
প্রকাশ : 2024-08-07 12:34:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ (৭ আগস্ট) সমাবেশ করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এতে তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
এদিকে সমাবেশের ঘোষণার পর মঙ্গলবার রাতেই নয়াপল্টনে মঞ্চ তৈরি শুরু করে দলটি।
জানা গেছে, তারেক রহমান ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।
সমাবেশে সাধারণ জনগণসহ বিএনপির এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
মুক্তির পর খালেদা জিয়াকে শুভেচ্ছা মির্জা ফখরুলের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার পর রাতেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় খালেদা জিয়াকে হাস্যোজ্জ্বল দেখা যায়।
বঙ্গভবনের উপ-প্রেস সচিব মো. শিপলু জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ আগস্ট) তার মুক্তির তথ্য জানানো হয়।
সান