বিএনপির কোনো অবরোধ বা আন্দোলনে আওয়ামী লীগ ছাড় দেবে না: কাদের
প্রকাশ : 2023-10-16 18:49:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপির কোনো অবরোধ বা আন্দোলনে আওয়ামী লীগ ছাড় দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৮ অক্টোবরের সমাবেশ ঘিরে বিএনপি সব হোটেল বুকিং করেছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘নেতাকর্মীদের ফখরুল বলেছে অতিরিক্ত কাপড় আনতে। ক্ষমতা দখল করতে। আমরা কী দাঁড়াইয়া ললিপপ খাব?'
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৌরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে আওয়ামী যুবলীগ।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, 'ছাড় দেব না ফখরুল। এখন চলছে কোয়ার্টার ফাইনাল। আগামী মাসে সেমিফাইনাল। জানুয়ারিতে হবে ফাইনাল খেলা। ফাউল করলে লাল কার্ড।'
১৮ অক্টোবরের সমাবেশ ঘিরে বিএনপি সব হোটেল বুকিং করেছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, 'হোটেল খালি নাই। হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে৷ খালি ফ্ল্যাট বুক করে ফেলেছে। ডিসেম্বরের মধ্যে সরকার পতনের স্বপ্ন দেখছে ফখরুল সাহেব। খোয়াব দেখছে। ভুয়া। এক দফা ভুয়া। ৩২ দল ভুয়া।'
ওবায়দুল কাদের বলেন, 'ঢাকা শহরে লোক জমায়েত, অবরোধ করবে। সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করবে। তারা সেই ষড়যন্ত্র করছে। আর ফখরুল আজগুবি খবর ছড়াচ্ছে। হাওয়া থেকে পাওয়া সব খবর ফখরুলের কাছে।'
বিএনপি আন্দোলনের জন্য অর্থ সহযোগিতা পাচ্ছে এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'টাকা আসছে। ফখরুল টাকার বস্তার ওপর বসে আছে।'
আগামী ১৮ অক্টোবর বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগ ও কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন সেতুমন্ত্রী কাদের। তিনি বলেন, '১৮ তারিখ আমরাও এই বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান এলাকা, দক্ষিণ গেটে জমায়েত করব।' নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, 'আপনাদের বলি, ১৮ তারিখে আরও বেশি করে আসতে হবে।'
সেতুমন্ত্রী বলেন, 'এখন চুরি করে এসে এসে আত্মীয় স্বজনের বাসায়। ফখরুল বলেছে অতিরিক্ত কাপড় আনতে। ক্ষমতা দখল করতে। আমরা কী দাঁড়াইয়া ললিপপ খাব?'
বিএনপিকে মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। এখন চুরি করে ঢুকছ। পরে পালাবার সময় পাবা না।'
সেতুমন্ত্রী বলেন, 'আমরা সাহস পাচ্ছি শেখ হাসিনার মতো সাহসী নেতার নেতৃত্বে। আমরা কাউকে ভয় পাই না। যতক্ষণ জনগণ আমাদের পক্ষে আছে, আল্লাহও আমাদের পক্ষে আছেন। কারণ আমরা সত্যের পক্ষে আছি।'
সমাবেশ মঞ্চে নেতাদের উপস্থিতি বেশি দেখে ওবায়দুল কাদের বলেন, 'কর্মীরা শৃঙ্খলা মানে না। নেতারা মানে না। নেতারা সব এলোমেলো। কিছু দেখতে পাচ্ছি, এরা কবে যুবলীগ করছে আমি জানি না। ১৮ তারিখ যেন শৃঙ্খলা থাকে।'
ই