বাড়ীর ছাদে কবুতর খামার

প্রকাশ : 2026-01-04 18:19:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাড়ীর ছাদে কবুতর খামার

বাড়ির ছাদে কবুতর টং তৈরি করে ভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর বাসিন্দা যুবক রাজমিস্ত্রি সোহাগ সরকার।  রাজমিস্ত্রির কাজের ফাঁকে এর বসে মাত্র ১০ টি কবুতর কিনে ছোট টং তৈরি করে কবুতর পালন শুরু করেন। পরবর্তীতে রাজমিস্ত্রি সোহাগ সরকার তার স্বর্গীয় মায়ের ইচ্ছে পূরণ করতে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক কবুতর কিনে সুন্দর টং তৈরী করে বাণিজ্যিক রূপ দিয়েছেন। সরজমিন দেখা গেছে আদমদিঘী উপজেলা সদরের মাঝিপাড়া গ্রামের জেলে পল্লীর সোহাগ সরকার একজন রাজমিস্ত্রি। তিনি প্রতিদিন সকালবেলা কাজে বের হওয়ার পূর্বে তার টং এ থাকা কবুতরগুলোকে ঠিক জাতীয় খাবার ও পানি দিয়ে কাজে বের হন।  বিকেলে কাছ থেকে ফিরে এসে আবারো সে কবুতরগুলোকে খাবার দেন।  এরপর সংঘাত সন্ধ্যায় কবুতরগুলোকে আয় আয় বাক বাক ডেকে টং ঘরে তোলেন। তার খামারে ১০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা মূল্যের কবুতর রয়েছে। শখের বশে প্রথমে ১০ টি কবুতর দিয়ে শুরু করলেও এখন সে বাণিজ্যিক ভাবে তার কবুতর টং খামার করে তুলেছেন।