বালাপাড়া বণিক সঃ সঃ লিঃ ৭০ লাখ টাকার বাজেট ঘোষনা
প্রকাশ : 2024-08-25 18:25:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারন সভা ২০২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা গত শনিবার সন্ধায় রেল বাজার সমিতি কার্যালয়ে সমিতির সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির ম্যানেজার সারওয়ার আলম মুকুল ২০২৪-২৫ অর্থ বছের জন্য ৭০ লাখ ৫ হাজার ৫শ টাকার রাজস্ব ও মূলধনি বাজেট ঘোষনা করেন। বার্ষিক সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি গফুর আলী মন্ডল, সম্পাদক সাইফুর রহমান মুক্তা, পরিচালক আকবর আলী, মঞ্জুর আলম, নজরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব মজিবর রহমান, আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, সদস্য ইসমাইল হোসেন, সামচুল হক, শাহাব উদ্দিন, শাহজাহান মন্ডল, মনিরুল ইসলাম মিন্টু প্রমূখ। শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করে সমিতির মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা শেষে সমিতির অডিট রিপোর্ট অনুযায়ী সদস্যদের মাঝে ৪ লাখ ৪৩ হাজার ৯শত ৯৯ টাকা ৭০ পয়সা লভ্যাংশ বিতরণ করা হয়। উল্লেখ্য বণিক সমবায় সমিতি লিঃ ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ সমাজের বিভিন্ন সেবা ও উন্নয়ন মূলক কাজে ভুমিকা রেখে চলেছে।