বাপুস রংপুর বিভাগীয় সাংগঠনিক ও নীতিমালা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ : 2024-02-09 19:16:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাপুস রংপুর বিভাগীয় সাংগঠনিক ও নীতিমালা বিষয়ক মতবিনিময় সভা

শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার, এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রংপুর বিভাগীয় সাংগঠনিক ও নীতিমালা বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার আহার হোটেল মিলনায়তনে রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি আলহাজ্ব আমির আজম চৌধুরী বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ও আহবায়ক সাংগঠনিক কমিটি ওয়াহিদুজ্জামান সরকার জামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও সদস্য সচিব কেন্দ্রীয় নীতিমালা স্ট্যান্ডিং কমিটি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালাক ও সদস্য সচিব হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটি আলাহাজ¦ নকিব উদ্দিন, বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালাক ও রংপুর জেলা কমিটির সাধারন সম্পাদক একেএম রেজাউল করিম। রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাপুস রংপুর জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাউনিয়া উপজেলা কমিটির সভাপতি সারওয়ার আলম মুকুল, বাপুস লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ বাদশা মিয়া, নীলফামারী জেলা শাখার সভাপতি ওয়ালীউল্ল্যাহ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি আবেদ আলী, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খায়রুল আহসান মিলন, দিনাজপুর জেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক মোতাহার হোসেন প্রমূখ। সভায় পুস্তক ব্যবসা টিকিয়ে রাখতে নীতিমালা মালার কোন বিকল্প নেই উল্লেখ করে বক্তাগণ বলেন সংগঠনের আইন মেনে ঐক্যবদ্ধ ভাবে ব্যবসা পরিচালনা করার।