বাজেট ডকুমেন্টস নিয়ে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী

প্রকাশ : 2022-06-09 13:28:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাজেট ডকুমেন্টস নিয়ে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী

২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ডকুমেন্টস নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার কিছু সময় পরে সাদা রঙের পাজামা-পাঞ্জাবির ওপরে কালো রঙের মুজিব কোর্ট পরিহিত আ হ ম মুস্তফা কামালের হাতে ছিল মেরুন কালারের ব্রিফকেস।

ব্যক্তিগত কর্মকর্তা বলেন, ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণার জন্য লাল-কালোর মিশ্রনে মেরুন রঙের ব্রিফকেস হাতে নিয়ে বেলা সোয়া ১১টায় গুলশানের বাসভবন থেকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা করেন অর্থমন্ত্রী।

২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বর্তমান সরকারের ২২তম এবং বাংলাদেশের ৫১তম ও বর্তমান অর্থমন্ত্রীর চতুর্থ বাজেট।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে করোনা ভাইরাস পরবর্তী অর্থনীতি মোকাবিলায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে। বাজেটে সঙ্গত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষিখাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষাসহ বেশ কিছু খাতকে।

নানামুখী চাপের মধ্যেও দেশকে মহামারীপূর্ব উন্নয়নের ধারায় ফিরিয়ে নিতে এবারের বাজেট পরিকল্পনা সাজিয়েছেন অর্থমন্ত্রী।

বাজেটের আগের দিন বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঙ্গত কারণেই এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। বাজেটে প্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী।