বাজেট ও ভাতা বৃদ্ধির দাবিতে জবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের টিয়ারশেল
প্রকাশ : 2025-05-14 14:13:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে।
তবে আবারো কাকরাইল মসজিদের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। মূলত মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। কিছু কিছু শিক্ষার্থী কাকরাইল মোড়ে জড়ো হচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানের মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে যমুনার সামনেও যাওয়া হয়নি, কাকরাইল মোড়েই আমাদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাওয়ার পথে কাকরাইল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।
সা