বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলনে যোগদান
প্রকাশ : 2022-03-24 19:51:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগ ও তাদের উপজেলা, পৌর, ইউনিয়নের নেতাকর্মিরা গোপালগঞ্জে মহিলা আওয়ামী লীগের খুলনা বিগাগীয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পিতিবার সকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে থেকে বাস যোগে যাওয়ার সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলী বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট. সীতা রানী দেবনাথ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, মহিলা আওয়ামীগ বাগেরহাট জেলা শাখার সহ- সভাপতি আপরোজা আক্তার লিনা, যুগ্ম সাধারন সম্পাদক তালুকদার রিনা সুলতানা, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার, আসমাতুল ফাতেমা ময়না, পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক তানিয়া খাতুন,সদস্য সচিব সাদিয়া আফরোজ প্রমুখ।