বাগেরহাট জেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেট দল ঘোষনা
প্রকাশ : 2022-02-04 18:51:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দল ঘোষনা করেছে জেলা ক্রীড়া ষংস্থা।৮দিনের ক্যাম্প শেষে যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ১৬ সদস্যের এই দল ঘোষনা করা হয়। এসময়, বাগেরহাট জেলা ক্রীড়াসংস্থার সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, কোষাধ্যাক্ষ সরদার ওমর ফারুক, সদস্য শেখ ইলিয়াছ হোসেন, লিটন তালুকদার, মীর জায়েসী আরশাফী জেমস উপস্থিত ছিলেন। ১৬ সদস্যের এই দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন আবু-তাহের, সহ-কারী কোচের দায়িত্ব পালন করবেন মো: মোস্তফা আকন।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খান হাবিবুর রহমান বলেন, জেলা পর্যায় থেকে ভালো মানের ক্রিকেটার তৈরীর লক্ষে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তার অংশ হিসেবে সুক্ষ বিচার বিশ্লেষনের মাধ্যমে বাগেরহাট জেলা অনুর্ধ ১৬ ক্রিকেট দলের বাছাই সম্পন্ন করা হয়েছে। এরা নিশ্চয়ই ভাল খেলেবে। আগামীতে এই দলের মধ্য থেকে জাতীয় মানের ক্রিকেটার তৈরী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।