বাগেরহাট আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

প্রকাশ : 2022-02-27 21:37:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাট আন্ত:স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বাগেরহাটে আন্ত: স্কুল ও মাদ্রাসা শীতকালিন ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলইসলা একাডেমি বনাম সরকারি উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয়। খেলায় সরকারি উচ্চ বিদ্যালয় দল টস জিতে প্রথমে ব্যাটে নেমে ২ উইকেট হারিয়ে ৭৭ রান করতে সক্ষম হয়। জবাবে আলইসলা একাডেমি দল ৫ উইকেটের বিনিময়ে ৭০ রান সংগ্রহ করে । এতে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় দলের কোচের ফাহিম আহম্মেদ আকাশ ক্যাপ্টেন শারিন আহম্মেদ সাকিব, ভাইচ ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন এস এম ইফাত। সময় উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, ক্রিড়া শিক্ষক মো: জিল্লুর রহমান, অংশ গ্রহনকারী স্কুলের শিক্ষক ও ছাত্ররা।