বাগেরহাটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের

প্রকাশ : 2024-08-18 15:36:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের

ধর্ম যার যার রাষ্ট্র সবার প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশ উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় শহীদ মিনার চত্ত্বরে এসে শেষ করা হয়।

এসময় জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শমসের আলী মোহন, আবুল কালাম অজাদ বুলু, মেহেবুবুর হক কিশোর, সিরাজুল ইসলাম, জাসাস এর সভাপতি মো. কামরুজ্জামান, জিয়া পরিষদের আহবায়ক হাসিবুল রহমান, যুবদল নেতা সাজ্জাত হোসেন, শেখ ওমর আলী মুন্না, আয়ুব আলী বাবু, ছাত্র দল সভাপতি ইমরান খান। সবুজ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা বিপুল ঢালী, নিত্ব্য রঞ্জন ঘোষসহ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাড়ানোর আহ্বান জানান। আগামী দিনে সনাতনী সম্প্রদায়ের মানুষের কোন প্রকার ক্ষতি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

 

সান