বাগেরহাটে হাসপাতালের মেঝেতে টয়লেটের পানি, নষ্ট হচ্ছে ওষুধ

প্রকাশ : 2022-03-01 19:17:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে হাসপাতালের মেঝেতে টয়লেটের পানি, নষ্ট হচ্ছে ওষুধ

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের দোতলার টয়লেট ও বাথরুমের নোংরা পানি গড়িয়ে পড়ছে নিচ তলায়। হাসপাতালের প্যাথলজি ও ইপিআই কক্ষের সামনের মেঝেতে সয়লাব হচ্ছে পিলারের গা চুয়ে আসা পানি। পিলারের গোঁড়া থেকে কাদামাটির বেড়ি দেওয়া হলেও উপচে পড়ছে পানি। এতে পাশে সারি সারি ওষুধের কাটুন ভিজছে। নষ্ট হচ্ছে ওষুধও। সোমবার (২৮ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। জমে থাকা পানি থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। নাক-মুখ চেপে চলাচল করছেন রোগীরা।

এ সময় কয়েকজন রোগী মন্তব্য করেন, হাসপাতালের অবস্থা এমন হলে সুস্থতা দূরে থাক, আরও রোগজীবাণু নিয়ে বাড়ি যেতে হবে। এসব দেখার কি কেউ নেই?

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় চলছে শরণখোলার ৫০ শয্যার এই হাসপাতালটি। এসব কারণে কাক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বি ত হচ্ছে মানুষ। এ হাসপাতালের জন্য মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী। যে কারণে হাসপাতালের সবখানেই ময়লা-আবর্জনা দেখা মেলে। টয়লেট-বাথরুমগুলোও অপরিচ্ছন্ন। এছাড়া, চিকিৎসকসহ সব ধরনের জনবল সংকট রয়েছে এখানে। অথচ এসব সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।

হাসপাতালের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) টেকনোলজিস্ট মো. ফরিদ আহম্মদ বলেন, ২৪ ফেব্রুয়ারি সকালে এসে দেখি অফিসে ঢুকতেই সামনের মেঝেতে পানি। তা দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। এসময় খোঁজ নিয়ে দেখি পিলারের গা বেয়ে পানি পড়ছে। ওইদিনই বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। পরে পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) এসে কাদামাটির বেড়ি দিয়ে গেছেন।

ফরিদ আরও বলেন, বেড়ি পানিতে পূর্ণ হয়ে গেলে সুইপার বালতি ভরে তা বাইরে ফেলে দেন। দোতলার রোগীদের ওয়ার্ডের সমস্ত টয়লেট-বাথরুমের পাইপ এখান থেকে নেমেছে। হয়তো ভেতর থেকে কোনো পাইপ লিক (ফুটো) হয়েছে। দ্রুত মেরামত করা না হলে পরিবেশ আরও দূষিত হবে।

এ বিষয়ে শরণখোলার নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, আমি সবেমাত্র ইউএইচএফপিও হিসেব যোগদান করলাম। খোঁজ নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।