বাগেরহাটে সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা
প্রকাশ : 2022-02-08 21:57:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট সদর উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ হাফিজর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা রেজিষ্ট্রারের কার্যালয়ে এই বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বাগেরহাট জেলা রেজিষ্ট্রার মোঃ মুনিরুল হাসানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় কচুয়া উপজেলা সাব রেজিষ্ট্রার তুবা বসু, মোংলা উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ জোবায়ের হোসেন, চিতলমারী উপজেলা সাব রেজিষ্ট্রার এসএম শহিদুল ইসলাম, মোহরার মোঃ আব্বাস আলী, মোঃ আবুল হোসেনসহ বাগেরহাট সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ, মোহরার, দলিল লেখক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা উপলক্ষে সদর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সহকর্মীরা সাব-রেজিষ্ট্রারকে বিভিন্ন উপহার সামগ্রী দেন। বিদায়ী সাব-রেজিষ্ট্রার মোঃ হাফিজর রহমানও আবেগাপ্লুত হয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন।