বাগেরহাটে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ : 2022-03-02 19:42:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বাংলাদেশেরঐহিত্যবাহীগণমাধ্যমসময়েরআলোহাঁটিহাঁটি পা পাকরেআজ৩য়প্রতিষ্ঠাবর্ষে পদার্পণকরেছে। বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পত্রিকাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে সময়ের আলোর বর্ষপূতির উৎসব ভাগাভাগি করে নেন অতিথিরা। সময়ের আলোর বাগেরহাট প্রতিনিধি শেখআসাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সহ-সভাপতি ইসরাত জাহান, পিআইবি প্রশিক্ষক মোঃ শাহআলম ও বাগেরহাট প্রেসক্লাবের সদস্য,শুভানুধ্যায়ী, নারী নেত্রী, শি¶ক, সুশীলসমাজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশারনারী-পুরুষপ্রতিষ্ঠাবার্ষিকীরঅনুষ্ঠানে অংশ গ্রহণকরেন।