বাগেরহাটে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : 2022-02-17 19:11:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাটে সরকারী সেবা বিশেষ করে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে এর সাথে পরোক্ষভাবে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাটের দশানিস্থ একটি অভিজাত্য হোটেলের হলরুমে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাকের জেলা সমন্বয়কারী ইদ্রিস আলী, ব্রাকের অফিসার (সেলফ) আব্দুল হান্নান, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিনিধি ও  বিভিন্ন ইয়ুথ গ্রুপের দলনেতারা  উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সময়ে যুব ও যুব মহিলাদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিকতর সচেতন হতে হবে এবং অবিভাবকদের সেইক্ষেত্রে আরও বেশী সচেতন হতে হবে। প্রত্যক স্কুলে গিয়ে কৈশরকালীন সময়ে স্বাস্থ্যকর গুরুত্ব বিষয়ে যুব সমাজকে সচেতন করতে হবে। যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আরও সরাসরি কথা বলতে হবে এবং এ বিষয়ে সবাই একযোগে কাজ করবে বলে কর্মশালায় সবাই প্রতিশ্রুতি দেয়।