বাগেরহাটে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা
প্রকাশ : 2023-01-24 13:11:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বিশ্ব মহামারি করোনাকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা-কর্মীরা সারাদেশে মানুষের দোরগোড়ায় সেবা ও সাহায্য পৌঁছে দিয়েছে। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক ফজলে সামস পরশের নির্দেশনায় জীবনের ঝুঁকি নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা মানুষের পাশে দাড়িয়ে সেবা কার্য্যক্রম পরিচালনায় খুশি হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী যুবলীগকে মানবিক যুবলীগ হিসাবে ঘোষণা করেছেন।বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পুর্ব- সোমবার (২৩ জানুয়ারী) দুপুরে স্টেডিয়াম হলরুমে এক মতবিনিময় সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাট জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী বুধবার ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুবলীগের এ সম্মেলন উপলক্ষে বাগেরহাট স্টেডিয়ামে লক্ষাধিক জনতার জমায়েতের আয়োজন করা হয়েছে। বাগেরহাট জেলা যুবলীগের আহ্ধসঢ়;বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজসহ অনেকে। সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মৃণাল কান্তি জোতদার, বাগেরহাট জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, শাহনেওয়াজ মোল্লা দোলনসহ বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রস্তুুতি সম্পর্কে বক্তারা বলেন,এ সম্মেলনকে স্মরণীয় করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনটি হবে দুই ধাপে।

২৫ জানুয়ারি দুপুরে প্রথম ধাপে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সমাবেশ হবে। এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। দ্বিতীয় ধাপে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপের সম্মেলনে সম্ভাব্য প্রার্থী ও ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। এদিন বাগেরহাট জেলা যুবলীগের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক মাসের মধ্যে কমিটির অন্যান্যদের নির্বাচিত করবেন। বাগেরহাটে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিহবে।বাগেরহাটের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। বাগেরহাট জেলা যুবলীগের আহ্ধসঢ়;বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরানসহ অনেকে। এছাড়া সম্মেলনে বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। প্রেস ব্রিফিং এ বলা হয়, ২টি অধিবেশনের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন ষ্টেডিয়ামে বিশাল জনসভার মাধ্যমে আর জেলা পরিষদ অডিটরিয়ামে ২য় অধিবেশনে ২৭৪ জন কাউন্সিলরের উপস্থিতিতে কমিটি গঠন সভায় সভাপতিত্ব করবেন অধ্যাপক ফজলে শামস পরশ।