বাগেরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

প্রকাশ : 2022-03-05 20:02:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাগেরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ মার্চ) বিকেলে বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে স্বাধনীতা উদ্যানে এই সভা অনুষ্ঠিত হয়। এসময়, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রতুল কুমার বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র হাওলাদার মুক্তিযুদ্ধের সময়ে রনাঙ্গনে কাটানো তাদের বিভিন্ন স্মৃতি ব্যক্ত করেন। 

এছাড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা পরিষদের সদস্য শরীফা খাতুন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার  মানুষরা অংশগ্রহন করেন।

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে এক সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দর্শনার্থীদের জন্য।