বাগেরহাটে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশ : 2022-11-20 18:24:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাগেরহাট শহরের বিভিন্ন সড়ক এবং বাজারের ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে বাগেরহাট শহরের স্বাধনার মোড়, ফলপট্টি-মাছবাজার, নাগের বাজার, শালতলা মোড়, মিঠাপুকুর পাড়, রেলরোড, নুর মসজিদ মোড়সহ বিভিন্ন এলাকায় চারটি টিম এই অভিযান পরিচালনা করেন। এসময়, ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ সড়কের দুইপাশে ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়িক মালামাল ও বর্জ্য অপসারণের নির্দেশ প্রদান করেন। ব্যবসায়ীরা স্বচ্ছায় তাদের দোকানের সীমানার বাইরে থাকা পন্য ও ময়লা-আবর্জনা পরিস্কার করে ফেলেন। ভবিষ্যতে দোকানের সীমানার বাইরে ফুটপাতে কোন প্রকার ময়লা এবং পন্য রাখতে ফুটপাত ব্যবহার না করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা।

এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরা। তবে ফুটপাত দখলমুক্ত ও পরিস্কার রাখার এই প্রচেষ্টা অব্যাহত রাখার দাবিও রয়েছে তাদের।

নবিরুদ্দীন শেখ নামের এক ব্যক্তি বলেন, দোকানের সামনের পন্য ও ময়লা অপসারণ করার ফলে যানজট অনেক কমবে। পায়েহেটে মানুষ অনেক স্বাচ্ছন্দে তাদের গন্তব্যে পৌছাতে পারবে। তবে এই অভিযানের ধারাবাহিকতা না থাকলে কিছুদিন পরে আবারও ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ফেলবে বলেও অভিযোগ করেন এই ব্যক্তি।

ভ্রাম্যমান আদালতের চারটি টিমের নেতৃত্বে থাকা বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ এবং যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে বাগেরহাট পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন একাধিক টিম অভিযান করছে। শুধু বাগেরহাট সদর উপজেলায় নয়, জেলার প্রতিটি উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানে এই অভিযান করা হচ্ছে। যারা অবৈধভাবে ফুটপাত আটকে রেখেছে তাদেরকে এখন শুধু সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে যদি এভাবে ফুটপাত আটকে পন্য রাখে বা ফুটপাতে দোকানের ময়লা আবর্জনা ফেলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।