বাগেরহাটে নদী থেকে পাওয়া চিংড়ি পোনা বিক্রির হাট  

প্রকাশ : 2021-03-23 19:56:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে নদী থেকে পাওয়া চিংড়ি পোনা বিক্রির হাট  

দেশের দক্ষিণ-পশ্চিমা লের সবচেয়ে বড় চিংড়ি পোনার হাট বাগেরহাটের ফয়লাহাট। ক·বাজার, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম থেকে আনা হয় বাগদা ও গলদা পোনা। নদী থেকে পাওয়া চিংড়ি পোনাও ওঠে এই হাটে। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বেচাকেনা চলা এ হাটের ওপর নির্ভর করেই চলে দক্ষিণ-পশ্চিমা লের চিংড়ি চাষ। হ্যাচারির চেয়ে গুণগতমান ভালো হওয়ায় নদী থেকে পাওয়া পোনার চাহিদা বেশি। তাই দামও দ্বিগুণ। প্রতি হাজার হ্যাচারি পোনা বিক্রি হয় সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা দরে। আর নদীর পোনা বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। চিংড়ি পোনা গণনার জন্য রয়েছেন হাজারেরও বেশি মানুষ। শুধু গণনা করেই দিনে ৫০০ টাকা পর্যন্ত আয় করেন তারা। পছন্দের পোনা কিনতে হাটে ভিড় করেন বিভিন্ন এলাকার চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। করোনা-পরবর্তী সময়ে বাজার এখন জমজমাট বলে জানিয়েছেন আড়ত সমিতির নেতারা।

রামপালের ফয়লাহাট বাজার মৎস্য সমিটির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম জানান, এখানে প্রায় ২০০ আড়তদার রয়েছে। সবাই মিলে বছরে প্রায় ৩০০ কোটি পোনা বিক্রি করে থাকে। রামপালের ফয়লাহাটে ২ শতাধিক মাছের পোনার আড়ত রয়েছে। আর বছরে বিক্রি হয় শত কোটি টাকার চিংড়ি পোনা।