বাগেরহাটে নদী থেকে অপরিণত নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 2021-12-07 19:31:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে নদী থেকে অপরিণত নবজাতকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় নদী থেকে অপরিনত এক নবজাতকের মরাদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায়  মোংলা উপজেলার নারকেল তলার নদীর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এলাকাবসীর খবরের মাধ্যমে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের মাধ্যমে নবজাতকের ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। যারা এই নবজাতকের পরিবারকে খুজে বের করতে পুলিশ কাজ করবে।

ওসি আরও বলেন, নবজাতকের শরীরে আকার আকৃতি দেখে মনে হয় এটি একটি অপরিনত নবজাতক। ৭-৮ মাস গর্ভে থাকার পরে নবজাতকটিকে অবৈধ গর্ভপাত করে ফেলে দেওয়া হয়েছে। নবজাতকের শরীরটি ক্ষতবিক্ষত ছিল। ধারণা করা হচ্ছে দুই একদিন আগে কেউ অবৈধ গর্ভপাত করে ফেলে দিয়েছেন।