বাগেরহাটে জেলা পুলিশের উদ্দোগে মাস্ক বিতরন
প্রকাশ : 2021-03-21 20:06:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সবাই আমরা মাস্ক পরি, করোনা মুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের মোড়ে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এ মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বাগেরহাট পুলিশ সুপার মোঃ আরিফুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাফিন মাহামুদ, মোড়েলগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহ ই আলম বাচ্চু,সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল হক, বাগেরহাট বাস-মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুসহ প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।