বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত
প্রকাশ : 2022-03-01 19:06:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” বীমা দিবসের এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ‘জাতীয় বীমা দিবস ২০২২’ পালিত হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বীমা দিবসের বিভিন্ন ব্যানার, মাইক সহ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাধীনতা উদ্যানে শেষ হয়। র্যালীতে বাগেরহাটে সকল বীমা কোম্পানি অংশগ্রহণ করে।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিজাউল করিম। এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর ইনচার্জ মোঃ সেলিম খান, মোঃ রুহুল আমিন, মোঃ লিটন হাওলাদার,মেহেদী হাসান পারভেজ সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। র্যালি শেষে স্বাধীনতা উদ্যানে বীমা দিবস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।