বাগেরহাটে জনসেবা বিষয়ক গনশুনানী

প্রকাশ : 2021-12-12 21:39:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে জনসেবা বিষয়ক গনশুনানী

বাগেরহাটে সরকারি সেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থ্যায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধায়নে প্লাট ফরম ফর ডায়েলগ (পিফরডি) প্রকল্পের অধীনে গঠিত বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন, মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব এমডি মোখলেছুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ আল আসাদ, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আজিজুর রহমান, বাগেরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক এস.এম রফিকুল ইসলাম, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বখসি, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখ, পি ফর ডি প্রকল্পের জেলা কো অর্ডিনেটর গোপিনাথ সাহা,  বাগেরহাট পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান মিলন প্রমুখ। 

এই গনশুনানীতে ব্রিটিশ কাউন্সিলের পি ফর ডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ন, ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের এডুকেশন এ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট প্রগ্রামের ফার্স্ট সেক্রেটারী হান্স ল্যাম্ব্রেচট, প্রোগ্রাম ম্যানেজার তানজিনা নাদের, ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খান, পি ফর ডি প্রকল্পের আ লিক সমন্বয়ক কামরুল হাসান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন। গনশুনানিতে বাগেরহাটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয়রা অংশগ্রহন করেন।

গনশুনানিতে বাগেরহাটে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি দপ্তরের  সেবার মান বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার প্রদর্শনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।