বাগেরহাটে ঈদে মিলাদুন্নবী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
প্রকাশ : 2022-04-02 19:36:33১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাট শহরের দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে।শনিবার (০২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পৌর কাউন্সিলর খান আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন, আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী এস এম বদিউজ্জামান খোকন, প্রধান শিক্ষক মোসাঃ হেলালী খাতুন, সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির হোসেন,যুবলীগ নেতা জুয়েল খলিফাসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহ‘র শান্তিকামনা এবং মহামারি থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সহকারি শিক্ষক মাওলানা মোঃ আবু হানিফ। পরে বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেণ অতিথিগণ।