বাগেরহাটে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশ : 2024-06-26 11:43:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত

বাগেরহাটে ইয়ুথ সদস্যদের নিয়ে ইয়ুথ ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে বাগেরহাট শহরের ক্যাসেল আসারার হলরুমে দিন ব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইয়ুথ এম্বাসেডর গ্রুপ, পিএফজি বাগেরহাট এ আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় এটি অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌর আওয়ামী লীগ এর সভাপতি ও পিএডিএন এর কে-অর্ডিনেটর শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে ইয়ুথ ফেয়ার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর রিজোনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফসর চৌধুরী আব্দুর রব, মুখার্জী রবীন্দ্রনাথ, ডিস্টিক্ট ফ্যাসিলিটেটর সুকুমার মন্ডল, বাগেরহাট সদর পিএফজির সভাপতি এস কে হাসিব, বাগেরহাট জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ নেওয়াজ, মংলা উপজেলা ছাত্র লীগের সভাপতি ইয়াসিন শিকদার, ফকিরহাট উপজেল ছাত্র লীগের সভাপতি জয়ন্ত কুমার দাস, শরনখোলা উপজেল ছাত্র লীগের সভাপতি মামুন গাজী, জেলা ছাত্র লীগের সদস্য বোরহান খন্দকারসহ বাগেরহাট সদর, ফকিরহাট মোংলা, মোড়েলগঞ্জ ও শরনখোলা উপজেলার ১শত ইয়ুথ এ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ও বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইয়ুথদের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগীতা অুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যম্পিয়ান হয়ে উপস্থিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করেন। কচুয়ায় পেশেন্ট কেয়ারে প্রসূতি মায়ের মৃত্যু, ছয় দিন পর তদন্ত কমিটি গঠন বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের কচুয়ায় সেই পেশেন্ট কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের পর আবাসিক ডাক্তার না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন প্রসূতী মায়ের মৃত্যুর খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের ছয় দিন পর অবশেষে বাগেরহাটের সিভিল সার্জনের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ, স, মোঃ মাহবুবুল আলম। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও মনি শংকর পাইককে প্রধান করে ডাঃ সারমিন ও ডাঃ রাশেদকে সদস্য করে তিন সদস্য কমিটি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট দাখিল করার কথা রয়েছে।

এবিষয়ে তদন্ত কমিটির প্রধান ডাঃ মনি শংকর পাইক বলেন, বাগেরহাটের সিভিল সার্জনের নির্দেশে এখানে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট জমা দিব । তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসার ও বিষয়টি তদন্ত করে আইনের বিষয়টি তিনি দেখবেন বলে আমরা জানতে পেরেছি। উপজেলা প্রশাসন ও আমরা যৌথভাবে এ বিষয়টি দেখবো আসা রাখি সঠিক তথ্য বেরিয়ে আসবে।

উল্লেখ্য কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সোনাকুড় গ্রামের বিলকিস বেগম (৩৫) নামে একজন গর্ভবতী মা গত ১৯জুন (বুধবার) সিজারের জন্য আনুমানিক সকাল ১১ টায় কচুয়ায় পেশেন্ট কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। সেখানে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার ও একই হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ইন্দ্রজিৎ বিকালে ঐ প্রসূতি মায়ের সিজার সম্পন্ন করে বাগেরহাটে ফিরে যায়। পরবর্তীতে প্রসূতি মায়ের রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিকে কোন দায়িত্ব প্রাপ্ত ডাক্তার না থাকায় ক্লিনিকের ডিপ্লোমা নার্স সারমিন আক্তার তার চিকিৎসা করার চেষ্টা করেন এক পর্যায়ে প্রসুতি মায়ের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় সে বাগেরহাটের ডা: অসীম কুমার সমদ্দারের পরামর্শে রাত সাড়ে ৯ টার পরে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সেখানে গিয়ে রোগীর অবস্থা আরো অবনতি হলে কিছু সময় পরেই রোগী মারা যায়।

 

সান