বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
প্রকাশ : 2022-05-08 19:28:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কায় মোঃ সাকিব হাওলাদার(৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০৮ মে) সকালে শরণখোলা উপজেলার পূর্বখাদা গ্রামে শিশুটি বাড়ির সামনের রাস্তায় বের হলে একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পরেই ইজিবাইক রেখে চালক পালিয়ে যায়। পরবর্তীতে শিশু সাকিবকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত সাকিবের চাচা নবি হোসেন বলেন, দোকানে যাওয়ার জন্য রাস্তায় বের হয় সাকিব। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। নিহত মোঃ সাকিব হাওলাদার পূর্বখাদা গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে স্থানীয় বুরুজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। ইজবাইকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।