বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

প্রকাশ : 2021-12-27 20:12:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

বাগেরহাটের শরণখোলায় বেপরোয়া গতির ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো ৫বছরের শিশু সিয়ামের। সোমবার (২৭ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বি-ধানসাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিয়াম বি-ধানসাগর গ্রামের কৃষক মোঃ মোশারফ হাওলাদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সিয়ামের চাচাতো ভাই রুবেল হাওলাদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে সিয়াম বাড়ির সামনের রাস্তায় খেলছিলো। এসময় বেপরোয়া দ্রুত গতির একটি ইজিবাইক এসে সিয়ামকে ধাক্কা দেয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিয়ামকে মৃত বলে জানান। 

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।