বাইডেনের সঙ্গে জর্ডান, ফিলিস্তিন ও মিসরীয় নেতাদের বৈঠক বাতিল
প্রকাশ : 2023-10-18 10:54:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে জর্ডান। ইসরায়েল সফর শেষে বুধবার রাজধানী আম্মানে ফিলিস্তিন, মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গে বাইডেনের বৈঠকের কথা ছিল। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবরুদ্ধ গাজায় বিমান হামলা চলার মধ্যেই ইসরায়েলের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েলকে সমর্থন ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফর ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের স্পষ্ট বার্তা।
এ পরিস্থিতিতে মঙ্গলবার রাতে গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। হাসপাতালে হামলায় নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে।
গাজা সংকট নিরসনে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের কথা ছিল মার্কিন প্রেসিডেন্টের। কিন্তু পরিস্থিতি বদলে যায় হাসপাতালে বোমা হামলায়।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেছেন, ‘যুদ্ধ বন্ধ করা ছাড়া এখন আর আলোচনা করে কোনও লাভ নেই।’
গাজার হাসপাতালে হামলায় ৫০০ জন নিহতের ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ ধরনের হামলাকে লজ্জাজনক ঘটনা অ্যাখ্যায়িত করেছেন তিনি।
এরপরই প্রেসিডেন্ট বাইডেনের জর্ডান সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। ইসরায়েলে কিছু সময়ের জন্য অবস্থান করবেন তিনি।
সান