বাইডেনের নিরাপত্তাবহরের গাড়িতে আরেক গাড়ির ধাক্কা

প্রকাশ : 2023-12-18 12:59:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাইডেনের নিরাপত্তাবহরের গাড়িতে আরেক গাড়ির ধাক্কা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তাবহরের একটি এসইউভি গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে আরেকটি গাড়ি (সেডান)। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটন শহরে। এই ঘটনায় প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদ আছেন।

প্রত্যক্ষদর্শী জানান, স্ত্রী জিলকে নিয়ে বাইডেন তাঁর উইলমিংটনের নির্বাচনী প্রচার সদর দপ্তর থেকে বের হতেই ঘটনাটি ঘটে।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, ঘটনার পর মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা বাইডেনকে ঘিরে তাঁর গাড়িতে নিয়ে যাচ্ছেন।

সিলভার রঙের সেডান গাড়িটির বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর দ্রুত গাড়িটিকে ঘিরে ফেলেন নিরাপত্তা কর্মকর্তারা। তাঁরা গাড়িটিকে কোণঠাসা করে ফেলেন। গাড়িচালকের দিকে অস্ত্র তাক করেন। চালক তাঁর দুই হাত ওপরে তুলে রাখেন।

ঘটনার পর বাইডেন ও তাঁর স্ত্রী জিল নিরাপদে উইলমিংটনে তাঁদের বাড়িতে ফেরেন।

 

সান