বাংলার নববর্ষ - সুলতানা ফিরদৌসী...

প্রকাশ : 2024-04-22 15:56:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলার নববর্ষ - সুলতানা ফিরদৌসী...

বাংলার নববর্ষ...

সুলতানা ফিরদৌসী...

 

 চৈত্রের প্রখরতায় ধরা দেয় বাংলার বর্ষবরন 

আমাদের মনের দুয়ায়ে যখন কোকিলের কুহুতান 

বাতাসের বেগে পদাবলীর সূর ভাসে উড়ে উড়ে

পুরো দেশ লাল সাদা রঙে সাজ সাজ রব

স্তব্ধ হাহাকারের শূন্য ক্ষন বাঙালি জাতির মনে

ফিরিয়ে দেয় আকাঙ্খিত অনেক হাসি উল্লাস।

ভেদাভেদ মুছে এক কাতারে সমবেত হন 

নতুন বছরের উজ্জ্বল আলোর সূর্যের শিখায়

ছেড়ে  আসা বছরের অন্ধকারের কালো মেঘ 

নতুন আশার আলো খুঁজে সবার অপূর্ণ ইচ্ছা

খুঁজে নেয় মুঠো ভরে শ্বাস আর কিছু সপ্ন। 

আগামী দিনের শুভাশিস সাথে নিয়ে মানুষ 

ভোরের বেলা দলে দলে ছুটে আপন খেয়ালে 

আবীর ছড়ানো  বটমূলে আলপনা আকাঁ পথ

মানিক মিয়ার দীর্ঘ জলছবি যাদুকরি এক শিল্প 

অনেক আনন্দ উৎসব মেঘে ঢাকা শহরে এক

নস্টালজিক কুয়াশা শিশিরে নতুন প্রজন্ম 

মেতে ওঠেন আনন্দ উৎসবের খেয়ালে 

সেজে থাকে পুরো বাংলাদেশ ...এভাবেই 

যুগে যুগে হোক এক সার্থক "শুভ  নববর্ষ "

আমাদের চেনা ইতিহাস বাংলার নববর্ষ ।।

 

সান