বাংলাদেশ ব্যাংকের তদন্তে দুদক পরিচালক সায়েমুজ্জামানকে প্রত্যাহার
প্রকাশ : 2025-02-10 16:17:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীসহ বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকাজ থেকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে।
একইসঙ্গে তাকে কারণ দর্শানোরে নোটিশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও লকার নিয়ে নিয়মিত লেখার কারণে কমিশন থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির পরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।
সা/ই