বাংলাদেশ দোকান মালিক সমিতির কাউনিয়া শাখার কমিটি গঠন

প্রকাশ : 2022-06-05 14:32:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশ দোকান মালিক সমিতির কাউনিয়া শাখার কমিটি গঠন

বাংলাদেশ দোকান মালিক সমিতি কাউনিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে ৫নং কাউনিয়া বালাপাড়া বনিক সমবায় সমিতির অফিসে শাহ মোঃ মোবাসারুল ইসলাম রাজু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম গোলাপ, সহ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন, যুগ্ন সম্পাদক সাহিদুল ইসলাম শেখ হীরা। 

বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারওয়ার আলম মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মীরবাগ ব্যবসায়ী সমিতির সভাপতি মঞ্জুম আলী, সহ সম্পাদক ফরহাদ হোসেন, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি মোঃ তাজরুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে শাহ মোবাসারুল ইসলাম রাজু কে সভাপতি, মোঃ মঞ্জুম আলী আলিকে সিনিয়র সহ সভাপতি, সারওয়ার আলম মুকুল কে সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য বাংলাদেশ দোকান মালিক সমিতি কাউনিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।