বাংলাদেশ-ডেনমার্কের মধ্যে গ্রিন ফ্রেমওয়ার্ক সমঝোতা স্মারক সই
প্রকাশ : 2022-04-25 13:47:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে ‘টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’ শিরোনামে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এই সমঝোতা সই হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেন এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময় ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক সইয়ের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ডেনমার্কের উন্নয়ন ও সহযোগিতা মন্ত্রী ফ্লেমিং মোলার মর্টেনসেনের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সোমবার (২৫ এপ্রিল) তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।