বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশ : 2023-11-27 09:45:46১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া

বাংলাদেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি দেশটি ঢাকায় তাদের দূতাবাস বন্ধ করেছে। এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। 

উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে এ অঞ্চলে নেপাল এবং বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্র্রতি কূটনৈতিক পত্রের মাধ্যমে দূতাবাস বন্ধের বিষয়টি জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রদূত চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ত্যাগ করেন। 

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এখন বন্ধ করা হলেও শিগিগরই তারা আবার দূতাবাস চালু করতে পারে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ দেখাশোনা করা হয়।