বাংলাদেশের সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের স‌ঙ্গে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র

প্রকাশ : 2024-02-25 14:28:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বাংলাদেশের সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের স‌ঙ্গে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র

গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের স‌ঙ্গে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি এ ইস্যুতে সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গে বাংলাদেশ সরকারকেও যুক্ত থাকার আহ্বান জানিয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার।

মা‌র্কিন দূতাবাস তা‌দের ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায়। বৈঠকটি কোথায় হয়েছে তা উল্লেখ করে‌নি দূতাবাস। তবে কূটনৈতিক এক‌টি সূত্র জানায়, বৈঠকটি ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লা-ফেইভের গুলশানের বাসায় অনুষ্ঠিত হয়।

আফরিনের সঙ্গে সুশীল সমাজের বৈঠক নিয়ে করা পোস্টে বলা হয়, সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠায় সুশীল সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ই‌তিবাচক ভূ‌মিকা রাখে। বাংলাদেশের সুশীল সমাজের বর্তমান অবস্থা সম্পর্কে মতামত জানাতে সাহসী এবং প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিদের সঙ্গে আজ দেখা করে আমরা খুবই আনন্দিত। আমরা গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে যুক্ত (সুশীল সমাজের সঙ্গে) থাকব এবং আমরা বাংলাদেশ সরকারকেও এ‌টি করার আহ্বান জানাই।

বৈঠক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, অধিকার সম্পাদক আদিলুর রহমান খান, নারী নেত্রী শিরীন হক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান উপ‌স্থিত ছিলেন।

 

সান