বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল

প্রকাশ : 2024-09-05 17:19:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল

চাঁদাবাজিসহ অন্যান্য কর্মকাণ্ডে দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জন সহকারে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে। তারা প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজনকে শারীরিকভাবে প্রহার করে।

জাহাঙ্গীর আলম বলেন, এ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ছাত্রদল তাকে তাৎক্ষণিক বহিষ্কার করে। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এজাহার দায়ের করে মামলা করেছেন।

এর আগে ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়ের করে বিএনপি। 

 

সান