বলো বৃষ্টি
প্রকাশ : 2024-03-23 13:55:45১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাতের বৃষ্টি
বড় অদ্ভুত!
নিসঙ্গ এই আমাকে
আরও বেশি একা করে দেয়।
অন্ধকারের মান ভাঙাতে ভাঙাতে,
বজ্র কঠিন হুংকার ছাড়ে
লালায়িত স্বপ্নেরা।
শস্যদানার মতো এই এতটুকু ভালোবাসা,
ফুলে ফেঁপে ওঠে আগ্নেয়গিরির মতো,
মহাপ্রলয়ের নাচন জাগে দুর্ভেদ্য প্রকোষ্ঠে
মনের ভিতর শত শত অশ্বখুরের আঘাত
টানাহেঁচড়ার দুলে ওঠে যেন
একরত্তি পৃথিবী।
ক্লান্ত আমি নিজের শবদেহ পাহারা দিচ্ছি অহর্নিশ।
বলো বৃষ্টি,
কবে সমুদ্র হবে?
কবে ভাসাবো তোমার জলে,
প্রেমের শানকিতে তুলে রাখা
পোড়া মনের উচ্ছিষ্ট ছাইটুকু।