বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজের কারাদণ্ড

প্রকাশ : 2022-06-11 14:17:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজের কারাদণ্ড

বলিভিয়ার সাবেক নারী প্রেসিডেন্ট জেনিন আনেজকে শুক্রবার ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী ও পূর্বসুরি ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের দায়ে তাকে এ সাজা দেওয়া হলো।

খবরে বলা হয়, লাপেজ নগরীর প্রথম সেন্টেন্সিং কোর্ট ঘোষিত আদেশ অনুযায়ী, নগরীর একটি মহিলা কারাগারে ১০ বছর সাজা ভোগ করবেন জেনিন আনেজ। তার বিচার শুরুর তিন মাস এবং তাকে আটকের ১৫ মাস পর এ রায় ঘোষণা করা হলো। খবর এএফপি’র।