বলিউডের কিং খানের জন্মদিন এবং রাজকীয় আয়োজন
প্রকাশ : 2023-11-02 10:37:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘বলিউডের বাদশাহ’ শাহরুখ খান এবার বাদশাহিভাবেই নিজের ৫৮তম জন্মদিন উদ্যাপন করবেন। কোভিডের পর এই প্রথম আবার রাজকীয়ভাবে তাঁর জন্মদিন উদ্যাপন করা হবে।
২ নভেম্বর শাহরুখ খান ৫৮ বছরে পা দিতে চলেছেন। এবারের জন্মদিন তাঁর জন্য আরও বিশেষ। কারণ, এই বলিউড সুপারস্টার চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তাই জন্মদিন উপলক্ষে তিনি জোড়া সাফল্য উদ্যাপন করবেন। আবার এদিনই মুক্তি পাওয়ার কথা তাঁর নতুন ছবি ‘ডানকি’র টিজার। রাজকুমার হিরানি তাঁর ছবির টিজার মুক্তির জন্য এই বিশেষ দিন বেছে নিয়েছেন।
জানা গেছে, ‘ডানকি’র টিজার মুক্তি উপলক্ষে ‘কিং খান’ নিজে এক বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন। এই অনুষ্ঠানে তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে বসে টিজারটি দেখবেন। এখানেই শেষ নয়, বিশেষ এই দিনকে আরও বিশেষ করে তুলতে শাহরুখ জন্মদিনের রাতে এক রাজকীয় পার্টির আয়োজন করতে চলেছেন।
শাহরুখের সঙ্গে এই দায়িত্ব ভাগ করে নিয়েছেন তাঁর ব্যবস্থাপক পূজা দদলানি। এদিনই আবার পূজা ৪০-এ পা রাখতে চলেছেন। এই নৈশপার্টি ঝলমলিয়ে উঠবে বিটাউন তারকাদের উপস্থিতিতে। এই পার্টিতে সালমান খান, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, রাজকুমার হিরানি, অ্যাটলি কুমার, কাজল, সিদ্ধার্থ আনন্দ, করণ জোহরসহ আরও অনেক তারকার সমাগম হতে পারে।
শোনা যাচ্ছে, শাহরুখ প্রায় সমগ্র বলিউডকে নিয়ে ধুমধামের সঙ্গে তাঁর জন্মদিন উদ্যাপন করতে চান। আর তাই তিনি প্রায় সব অভিনেতা, পরিচালক আর নির্মাতাকে আমন্ত্রণ জানিয়েছেন। এই রাতে শাহরুখকন্যা সুহানা খানকে দেখা যাবে। তিনি জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখছেন। অনুষ্ঠানের সুহানার সঙ্গে তাঁর ছবির সহ-অভিনেতারা আসতে পারেন।
প্রতিবছর শাহরুখ জন্মদিন আর ঈদ উপলক্ষে মান্নতের বারান্দায় গিয়ে তাঁর অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
দূরদূরান্ত থেকে মানুষ এদিন বাংলোর সামনে ভিড় করেন। বারান্দায় এসে শাহরুখ এই অনুরাগীদের উদ্দেশে ছুড়ে দেন উড়ন্ত চুম্বন। আর দুই বাহু প্রসারিত করে চিরাচরিত স্টাইলে অসংখ্য ভক্তদের কাছে পৌঁছে দেন ভালোবাসার বার্তা।
সান