বর্ষসেরা নারী ব্যবসায়ী আরিয়া ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া তাছলিমা

প্রকাশ : 2024-03-12 16:32:56১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বর্ষসেরা নারী ব্যবসায়ী আরিয়া ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক তানিয়া তাছলিমা

বাংলাদেশ উইমেন্স ইন্সপিরেশনাল এওয়ার্ড এর বর্ষসেরা স্টাইলিশ আইকনিক বিজনেস পারসোনালিটি এর সেরা পুরষ্কার জিতলেন নারী উদ্যোক্তা তানিয়া তাছলিমা। গত ১০ মার্চ রবিবার রাজধানীর ঢাকা ক্লাব এ আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরষ্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান মন্ত্রনালয়ের বিষয়ক মাননীয় মন্ত্রী  ড.দিপু মনি। তানিয়া তাছলিমা দেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নারীদের উন্নয়নে ভূমিকা রাখায় 4th Bangladesh women's inspirational award এ দ্বিতীয়  বারের মতো “Best stylish Iconic Business  Personality Of The Year 2024” পুরষ্কারে ভূষিত হন আরিয়া ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর তানিয়া।  এ নিয়ে ৪ বছর ধরে বিশেষ   নারীদেরকে পুরস্কার দিয়ে Mirror magazine.  মোট ৪৫ জন নারীকে বিভিন্ন কেটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে ছিল জনপ্রিয় তারকাদের নাচ উপস্থিতি এবং Fashion show.  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়  মন্ত্রী ড.দিপু মনি,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ফেরদৌস আহমেদ এমপি,মুন্নী শাহা সাংবাদিক, চিত্রনায়িকা নিপুণ সহ  বিনোদন জগতের অনেক তারকা।

 

সান