বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : 2021-08-06 11:18:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী আজ

বরেণ্য সাংবাদিক-সাহিত্যিক, দৈনিক সংবাদের সাবেক সিনিয়র সহকারী সম্পাদক সন্তোষ গুপ্তের সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে মারা যান তিনি।

বস্তুনিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ সন্তোষ গুপ্তের জন্ম ১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠি জেলার রুনসী গ্রামে। ১৯৫৭ সালে শুরু করে প্রায় অর্ধশতাব্দী সাংবাদিকতা পেশায় ছিলেন তিনি। দৈনিক সংবাদের সিনিয়র সহকারী সম্পাদক হিসেবে কর্মজীবন শেষ হয় তার। কর্মজীবনে দৈনিক সংবাদ ছাড়াও দৈনিক আজাদে কাজ করেছেন। দেশের সংবাদপত্রের ইতিহাসে রাজনৈতিক চেতনায় অভিষিক্ত হয়েও সাংবাদিকতা পেশায় ভিন্নমাত্রা যোগ করেন তিনি। 

বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখাগুলো অনেক রাজনৈতিক নেতার জন্য ছিল এক ধরনের দিকনির্দেশনা। তার ‘অনিরুদ্ধের কলাম’ বিদগ্ধ মহলেও ব্যাপক সমাদৃত ছিল। 

সন্তোষ গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের পরিবার, সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে পোস্তগোলা শ্মশানঘাটে তার স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করবে।