বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে বরগুনায় অনুষ্ঠিত হলো গণিত উৎসব

প্রকাশ : 2026-01-10 17:01:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে বরগুনায় অনুষ্ঠিত হলো গণিত উৎসব

বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড একাডেমির সহযোগিতায় বরগুনায় অনুষ্ঠিত হলো গণিত উৎসব। শনিবার সকাল দশটায় বরগুনা সরকারি কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। ম্যাথক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে ও ম্যাথ ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধক অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান বলেন, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণিতের প্রতি দুর্বলতা ও বীতি থাকে। এসকল আয়োজনে গণিতের প্রতি ওদের আগ্রহটা বাড়বে।

চারটি ক্যাটাগরিতে এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষা শেষে ২০ জন বিজয়ী কে পুরষ্কৃত করা হয় তারা ঢাকার জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

বরগুনা ম্যাথ ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু বলেন গণিত জ্ঞানের ভিত্তি নির্ভুল হোক অগ্রগতি এই প্রতিপাদকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশের অভিপ্রায় নিয়ে বর্ণনা গণিত ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো বরগুনা গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে এখানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ভবিষ্যতে আরও বড় পরিসরে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।