বরগুনায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ২জন কারবারী আটক
প্রকাশ : 2024-11-15 17:55:57১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বরগুনার বামনা উপজেলা থেকে মাদকসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার "ইন এইড টু সিভিল পাওয়ার" এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা বরগুনা জেলার বামনা থানার অন্তর্গত কালিকাবাড়ী স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে ২০ জন সদস্যের একটি সশস্ত্র টহল দল বাংলাদেশ পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে কালিকাবাড়ি গ্রাম নিবাসী সগীর সরদারের স্ত্রী কথিত মাদক সম্রাজ্ঞী মোসা: সালমা বেগমকে আটক করা হয়। আটককৃত সালমা বেগমের দেয়া তথ্যর ভিত্তিতে তার নিজ বসতঘরের বিভিন্ন জায়গায় ৭৯০ পিস্ ইয়াবা ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এরপূর্বে সকাল ৯ টায় অপর একটি ঝটিকা অভিযানে বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট মো: মোস্তফা কামাল ওরফে ইয়াবা কামালকে আটক করা হয়। মাদক কারবারী কামালের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের নিজস্ব বাসতঘরে ৪৭০ পিস ইয়াবা, নগদ ৫৫,৫০০ টাকা ও ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের উদ্ধারকৃত মালামাল বামনা থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে আটককৃত মাদক কারবারীদয়কে উদ্ধারকৃত মালামালসহ বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট বরগুনাতে নিয়ে আসা হয়। আটককৃতদের নামে বামনা থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।