বরগুনায় পাঁচ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামি গ্রেফতার, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

প্রকাশ : 2025-09-13 15:22:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় পাঁচ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামি গ্রেফতার, পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

বরগুনার বামনা থানা পুলিশ মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে একটি হত্যা মামলার আসামিদ্বয়কে গ্রেফতার করেছে। এ ঘটনায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বরগুনা পুলিশ সুপার কার্যলয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নে অটোরিকশা চালক আজিজুল(২২) কে গলাকেটে হত্যা করে রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে একটি ডোবার কচুরীপানার মধ্যে অর্ধ ডুবন্ত অবস্থায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় খুনীরা। ব্রিফ্রিং-এ পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) রাত অনুমান ৭:৫০ মিনিটের সময় বামনা উপজেলার রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মোঃ জসিম রানা (৩৫) রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন পাকা রাস্তার পাশে ডোবার মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে বামনা থানা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ, বামনা থানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেন এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে মোহাম্মদ ফারুক শিকদারের ছেলে মোঃ আজিজুল (২২) এর মৃতদেহ সনাক্ত করে। প্রাথমিকভাবে ধারণা করা হয় অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী বেশে মৃতের অটো রিকশায় উঠে ধারালো চাকু দিয়ে জবাই করে হত্যা করে লাশ ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী পাকা রাস্তার পাশে ফেলে রেখে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়। হত্যাকা- এবং অটোরিকশা ছিনতাই হওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে বামনা থানার অফিসার ইনচাজ তাকে জানালে তিনি অতি দ্রুত মামলা গ্রহণ পূর্বক আসামী সনাক্ত করে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারের জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

হত্যাকান্ড সংঘটনের পর পরই পুলিশ সুপারের সার্বিক নিদের্শনায় পাথরঘাটা সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে বামনা থানার অফিসার ইন চার্জ হারুন অর রশিদ এবং থানার চৌকস অফিসার ও ফোর্সগণ এলআইসি, পুলিশ অফিস, বরগুনার সহযোগিতায় তথ্য প্রযুক্তি, পুলিশের কৌশল, পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে হত্যাকা- সংঘটিত হওয়ার মাত্র ৫ ঘন্টার মধ্যে পিরোজপুর জেলার ভা-ারিয়া কাঁঠালিয়া মহাসড়কের সংযোগস্থল শিকদারের গ্যারেজ এলাকা হতে বৃহস্পতিবার  রাত অনুমান ০১.০০ ঘটিকায় আসামি মোঃ সাইফুল ইসলাম ও মোঃ হৃদয়কে ছিনতাই হওয়া অটো রিকশাসহ  উদ্ধার ও গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক এবং তাদের দেখানো মতে হত্যাকা-ে ব্যবহৃত ধারালো চাকুটি বরগুনা জেলার বামনা থানাধীন ঘটনাস্থলের নিকটবর্তী জঙ্গল হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে বরগুনা জেলায় মাদকসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বর্তমানে আসামীদ্বয় থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে বামনা থানার মামলা নং-০৬, তাং-১২/০৯/২০২৫, ধারা-৩৯২/৩০২/২০১ পেনাল কোড রুজু করা হয়েছে। উক্ত ঘটনা সংক্রান্তে বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

৪। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ
(১) মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা- মোঃ ছগির হাওলাদার, সাং- পশ্চিম বলইবুনিয়া, পোঃ-পশ্চিম বলইবুনিয়া, ৫ নং ওয়ার্ড, থানাঃ-বামনা, বরগুনা তার বিরুদ্ধে 
নিয়া, পোঃ-পশ্চিম বলাইবুনিয়া, ৫ নং ওয়ার্ড, খানা- বামনা, বরগুনা।