বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে; নিহত ১ আহত- ৫
প্রকাশ : 2024-12-15 17:01:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভী পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে রিমা আক্তার (৪১) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার দুই শিশুসহ আরও ৫ জন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর কালীবাড়ি তুলার মিল নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইটকোচ সুরভি পরিবহন ঘন কুয়াশার কবলে পড়ে দূর্ঘটনায় শিকার হয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। ওই দূর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় ও শিশুদের মা রিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় অন্য আহতরা হলেন মা আকলিমা (৪৭) এবং মেয়ে সানজিদা সুলতানা (২২), মালিহা রশীদ (৬) রাজু (৩৫) রায়হান রশীদ (২)।
নিহত নারী রিমা আক্তারের বাড়ী যশোর জেলায়। তার স্বামী মামুনুর রশিদ একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করেন। নিহত নারী তার স্বামী ও শিশুদেরকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন।
নিহত নারী রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, দূর্ঘটনার সময় তারা সকলে ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দূর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনায় তার স্ত্রী রিমা নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আহত শিশুদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ হানিফ মুঠোফোনে বলেন ভোররাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শবাচিম হাসপাতালে নেযার পরামর্শ দিলে আহতদের সেখানে নেয়া হয়।
কা/আ