বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

প্রকাশ : 2025-03-12 18:58:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং বুধবার ৩টায় সিভিলে সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, নিউট্রশন ইন্টারন্যাশনাল বরগুনা জেলা সমন্বয়কারী মো. রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাম্মদ সালামতুল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন বলেন, এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ২৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ০৪ হাজার ১৮৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ১ লাখ ১৮ হাজার ২১৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেস ব্রিফিংয়ে বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বরগুনা জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ৯১৮টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএসহ মোট ১ হাজার ৪৩৬ জন কাজ করবে।