বরগুনায় খাল দখলমুক্ত ও কচুরিপানা অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশ : 2025-07-07 17:58:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

বরগুনায় খাল দখলমুক্ত ও কচুরিপানা অপসারণের দাবিতে মানববন্ধন

বরগুনা সদর উপজেলার ২ নং গৌরিচন্না ইউনিয়নের কয়েকশো একর জমির চাষাবাদে পানির প্রয়োজন মেটানো ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের একমাত্র ভরসার ভূতমারা খালটির কচুরিপানা ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকার কৃষক ও এলাকাবাসী।

সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বরগুনা দক্ষিণ মনসাতলী মহাসড়কের খালের পারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

৬টি গ্রামের প্রায় ১৫ হাজার একর ফসলি জমি পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম ভুতমারা খাল। খালটি দীর্ঘদিন খননের অভাবে কচুরিপানা ও অবৈধ স্থাপনার কারণে দিন দিন খালটি মরা খালে পরিণত হয়েছে। এমনকি তিন ফসলি জমি আজ এক ফসলি জমিতে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে জলদাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র ওয়ান ব্যান্ড স্লুইচ রয়েছে।  যা দিয়ে পর্যাপ্ত পানি নিষ্কাশন না হওয়ায় বিঘ্নিত হচ্ছে  চাষাবাদ । অনতি বিলম্বে ওয়ান ব্যান্ড স্লুইচ ভেঙে নতুন করে থ্রি ব্যান্ড স্লুইচ গেট নির্মাণের দাবি করেন তারা। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ভূতমারা এই খালটি আজ পর্যন্ত খনন করা হয়নি। এখানকার কৃষকের একমাত্র ভরসাই হচ্ছে এই খাল। খালের পানি নিষ্কাশন না হওয়ার কারণে তিন ফসলি জমি এক ফসলি জমিতে পরিণত হয়েছে। যতক্ষণে অবৈধ দখলদার ও খালের কচুরিপানা অপসারণ না করা হবে ততক্ষণে এই খাল প্রাণ ফিরে পাবে না । তাই  দ্রুত এখানে থ্রি ব্যান্ড স্লুইচ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা।  মানববন্ধন শেষে এলাকাবাসী বরগুনা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন ।