বন্যার্তদের জন্য ইসলামী ব্যাংকের খাদ্য সামগ্রী প্রদান
প্রকাশ : 2022-06-23 20:12:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নেত্রকোণায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোনপ্রধান মোঃ আনিসুল হক বন্যার্তদের মাঝে বিতরণের জন্য নেত্রকোণার জেলা প্রশাসকের দপ্তরে এ সামগ্রী হস্তান্তর করেন। জেলা প্রশাসনের পক্ষ হতে খাদ্য সামগ্রী গ্রহণ করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আফতাব আহমেদ। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ, বগুড়া, লালমনিরহাট, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় বন্যার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসন কার্যালয়ে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। ব্যাংকের দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার ও ঔষধ।